আওয়ামী লীগের সম্মেলন

বাদ পড়তে পারেন অর্ধেক নেতা

তানিম আহমেদ

আসন্ন ২১তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। দলীয় সূত্রগুলো বলছে, ২০০৯ সালের পর এবারই পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। গুঞ্জন রয়েছে, কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন প্রায় অর্ধেক নেতা। অনেক নতুন মুখ দেখা যাবে এবারের কমিটিতে। অন্যদিকে কপাল পুড়তে পারে প্রভাবশালীদের।

দলের বিগত দুটি সম্মেলনে কেন্দ্রীয় কমিটি থেকে তেমন কেউ বাদ পড়েননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দলের সম্পাদকমণ্ডলীতে অনেকেই আছেন, যারা দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। দীর্ঘদিনের সাংগঠনিক সফলতা ব্যর্থতার হিসাব-নিকাশে এবারের সম্মেলনে পদোন্নতি বা পদচ্যুতি হতে পারে তাদের।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান কমিটির যারা নিজ নিজ পদে কয়েক মেয়াদ ধরে বহাল রয়েছেন, তাদের কর্মকাণ্ডের সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ চলছে। এদের মধ্যে যারা দায়িত্ব পালনে সফল হয়েছেন, তাদের পদোন্নতি দেয়া হবে আর ব্যর্থদের হবে পদচ্যুতি। এদের মধ্যে কাউকে করা হবে কার্যনির্বাহী সদস্য, আবার বয়স বিবেচনায় কেউ স্থান পেতে পারেন উপদেষ্টা পরিষদে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলীয় সভাপতি শেখ হাসিনাকে তারা বলতে শুনেছেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে কাজের লোক মাত্র ১৫ জন, যারা সবসময় রাজনীতিটাই করছে। দলীয় কাজে তাদের পাওয়া যায়। সে ধারণা থেকে বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেকেই বাদ যেতে পারেন বলে মনে করছেন তারা। সে হিসাবে বর্তমান কমিটির ৪০-৫০ জন নেতার পদ হারানোর শঙ্কা রয়েছে।

আওয়ামী লীগ নেতারা জানান, দলের সম্মেলনে সবসময় প্রবীণ-নবীনের সমন্বয় ঘটানো হয়। এবারো তার ব্যতিক্রম হবে না। দলে অপেক্ষাকৃত প্রবীণ যারা, তাদের এবার উপদেষ্টা পরিষদে স্থান দেয়া হবে। তাদের স্থলে নিয়ে আসা হবে নবীনদের। ২০০৯ সালের মতো এবারো কার্যনির্বাহীর সদস্য থেকে বয়সে প্রবীণদের সভাপতিমণ্ডলীতে স্থান দেয়া হতে পারে।

নেতাদের ভাষ্য অনুযায়ী, দলীয় সভাপতি শেখ হাসিনার ভবিষ্যৎ রূপরেখা হচ্ছে, বিতর্কিত অভিযুক্তরা আওয়ামী লীগে থাকতে পারবে না। গত ১০ বছরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যবেক্ষণ গবেষণায় দেখা যাচ্ছে, দলে যারা ত্যাগী, আদর্শিক, সৎ দুঃসময়ের সঙ্গী, তারা কোণঠাসা হয়ে গেছেন। অন্যদিকে যারা টেন্ডারবাজি, সন্ত্রাস অবৈধ পন্থায় টাকা-পয়সা উপার্জন করেছেন, তাদের অনেকেই দলের নেতৃত্বে সামনের দিকে চলে এসেছেন। কারণে বিভিন্ন সংস্থার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন