উনিশের জার্নাল পর্ব ৫: আগুন

বাকি মাত্র ২০ দিন। এর পরই বিদায় নেবে ঘটনাবহুল একটি বছর২০১৯। বছরটিতে এমন কিছু ঘটেছে, জাতীয় জীবনকে যা প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। আলোচিত সমালোচিত হয়েছে, বিতর্ক  তৈরি করেছে, এমন সব ঘটনা নিয়ে প্রতি সোম বৃহস্পতিবার থাকছে আয়োজন

বছরজুড়ে আগুন আতঙ্ক

হাজার হাজার বছর আগে পৃথিবীতে মানবসভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার আগুন। অথচ সেই আগুন এখন হয়ে গেছে রাজধানীবাসীর জন্য ভীতিকর শব্দ। রাজধানী ঢাকায় কয়েকটি অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। যাদের অফিস এবং বসবাস বহুতল ভবনে, তাদের সবার মধ্যেই যেন আগুন হয়ে গেছে মূর্তিমান আতঙ্ক।

প্রতিরোধ সক্ষমতা বাড়ছে

চলতি বছরের প্রথম এগারো মাসে সারা দেশে অগ্নিকাণ্ড ঘটেছে ২২ হাজার ২৮৩টি, যা ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। সময় নিহত হয়েছে ১৫৪ জন, আর আহত ৩৭৭ জন। আর্থিক ক্ষতি হয়েছে ২০৩ কোটি টাকার। তবে দুর্ঘটনা বাড়লেও হতাহতের সংখ্যা আর্থিক ক্ষতি আগের তুলনায় কমে এসেছে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন