নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসির বাস প্রত্যাহার

দূরপাল্লার বাস চলাচল শুরু

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

 বেসরকারি পরিবহন মালিক-শ্রমিকদের দাবি মেনে নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস প্রত্যাহার করে নেয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর থেকে ময়মনসিংহ বিভাগের সব রুটে আবার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে নেত্রকোনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান জেলা প্রশাসক মঈন উল ইসলামের উদ্যোগে ডিসেম্বর নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসি বাসসেবা চালু করা হয় এর প্রতিবাদে গত সোমবার বিকাল থেকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকরা ফলে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের সমস্যা নিরসনে মঙ্গলবার রাতে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন তার কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন বৈঠকে পরিবহন মালিক শ্রমিক নেতারা বিআরটিসির বাস প্রত্যাহারের দাবি তোলেন তাদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ময়মনসিংহে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভায় নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসির বাস প্রত্যাহার করার সিদ্ধান্ত হয় সিদ্ধান্তের পরই ময়মনসিংহ বিভাগের সব রুটে আবার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়

সূত্র জানায়, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোন রুটে কতসংখ্যক গাড়ি চলাচল করতে পারবে, তা নিরূপণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়

বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপোর (অপারেশন) ব্যবস্থাপক লুত্ফুর আজাদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন