বিসিকের তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনী শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলা প্রদর্শনী শুরু হচ্ছে আগামী রোববার। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) চট্টগ্রামের উদ্যোগে শিল্পোদ্যোক্তা কারুশিল্পীদের উৎসাহিত করতে মেলার আয়োজন করা হয়েছে। আগ্রাবাদের বিসিক ভবন প্রাঙ্গণে মেলা বসবে।

বিসিক সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারো উদ্যোক্তাদের নিয়ে মেলা প্রদর্শনীর আয়োজন করা হবে। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি বিজয় দিবসে দেশীয় পণ্যের প্রসারে প্রতি বছর ধরনের উদ্যোগ নেয়া হয়। আগ্রহী শিল্পোদ্যোক্তা কারুশিল্পীরা ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তাদের উৎপাদিত পণ্য বিক্রি প্রদর্শন করবেন।

মেলায় এবার ব্লক, বাটিক, হস্তশিল্প, নকশিকাঁথা, কারুশিল্প, চামড়াজাত দ্রব্যসহ বিভিন্ন ক্ষুদ্র মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের স্টল থাকছে। হারবাল প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে আসবে মেলায়। এছাড়া অর্গানিক খাবার, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু নিয়ে মেলায় অংশ নেবে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পপ্রতিষ্ঠান। বিভিন্ন বিসিক শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্যের আলাদা স্টলও থাকবে। ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

ব্যাপারে বিসিক চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী বণিক বার্তাকে বলেন, উদ্যোক্তাদের পণ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর চট্টগ্রাম বিসিক মেলার আয়োজন করছে। প্রতি বছরের মতো এবারো বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা মেলায় তাদের পণ্য নিয়ে আসবেন। আগামীতেও বিসিকের মেলা প্রদর্শনী কার্যক্রম অব্যাহত থাকবে। ৩০টির বেশি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন