রাওয়ালপিন্ডি টেস্ট

উজ্জ্বল পাকিস্তানি পেসাররা

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্টে আলোকস্বল্পতায় ছোট হয়ে আসা প্রথম দিন উইকেটে ২০২ রান তুলেছে শ্রীলংকা ২১ দশমিক ওভার খেলা মাঠে গড়াতে পারেনি এদিন শেষ দুই সেশনে দাপট দেখান পাকিস্তানি পেসাররা

১০ বছর পর টেস্ট ফিরল পাকিস্তানে টস জিতে ব্যাটিং নেয়া লংকানদের হয়ে দুর্দান্ত সূচনা করেন দিমুথ করুণারত্নে (৫৯) ওশাদা ফার্নান্দো (৪০) অতিথিরা এক পর্যায়ে বিনা উইকেটে ৯৬ রান করে দ্বিতীয় সেশনে বেশ গোছাল বোলিং করে সাফল্য তুলে নেয় পাকিস্তান ১২৭ রানে লংকানদের চার উইকেট তুলে নেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ উসমান শিনওয়ারি

বিপর্যয়ে পড়া শ্রীলংকাকে টানেন অ্যাঞ্জেলো ম্যাথুস ধনঞ্জয়া ডি সিলভা দুজন যোগ করেন ৬২ রান যদিও ব্যক্তিগত ৩১ রানে ম্যাথুস উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাসিমকে হতাশ করেন দিনেশ চান্দিমালও () তখন ধনঞ্জয়ার সঙ্গে যোগ দেন নিরোশান ডিকবেলা ধনঞ্জয়া ৩৮ ডিকবেলা ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৫১ রানে উইকেট শিকার করে প্রথম দিন সেরা বোলার ১৬ বছর বয়সী নাসিম শাহ ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন