আগামী বছরও চাঙ্গা থাকতে পারে স্বর্ণের বাজার

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরে বৈশ্বিক স্বর্ণের বাজারে চাঙ্গা ভাব বজায় থাকবে বলে মনে করছে আমেরিকাভিত্তিক বহুজাতিক বিনিয়োগকারী ব্যাংক আর্থিক সেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। অর্থনৈতিক মন্দা ভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তায় আগামী বছরে স্বর্ণে বিনিয়োগ বাড়বে, যা পরোক্ষভাবে স্বর্ণের বাজারকে চাঙ্গা করবে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের তিন, ছয় ১২ মাসের প্রাক্কলন প্রতিবেদনে বলছে, ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম হাজার ৬০০ ডলার পর্যন্ত হতে পারে। খবর রয়টার্স।

২০১০ সালে স্বর্ণের বাজার চাঙ্গা হওয়ার পর চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরে প্রতি আউন্স স্বর্ণের দাম ওঠে হাজার ৫৫৭ ডলারে, যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। সেই হিসাবে সময়ের তুলনায় এখন স্বর্ণের দাম শতাংশ কম। 

গোল্ডম্যান মনে করে, উন্নত অর্থনীতির দেশগুলোয় পারিবারিক সঞ্চয় বড় আকারে বাড়ছে, যা বৈশ্বিক খরচ কমিয়ে আনছে এবং সঞ্চয় বৃদ্ধি করছে। যার ফলে ব্যক্তি উদ্যোগে এসব সঞ্চয়ে সেফ হেভেন স্বর্ণের চাহিদা বাড়ছে।  গোল্ডম্যান স্যাকস প্রাক্কলনে আরো বলছে, ২০২০ সালে মার্কিন ডলারের সামান্য অবমূল্যয়ন করা হতে পারে, যা অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারে কম দামে স্বর্ণ ক্রয়ে সহায়তা করবে। এছাড়া বাণিজ্য উত্তেজনার কারণে রাজনৈতিক অস্থিরতা এবং আগামী বছরে মার্কিন নির্বাচনকে কেন্দ্র করেও স্বর্ণের চাহিদা বাড়বে, যা বুলিয়ান মার্কেটকে চাঙ্গা করবে।

এরই মধ্যে ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের চাহিদা বেড়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বব্যাপী স্বর্ণ ক্রয়ে রেকর্ড হতে পারে। বছরে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ৭৫০ টনের মতো স্বর্ণ ক্রয়ের লক্ষ্য রয়েছে।

গোল্ডম্যানের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছরের তুলনায় আগামী বছরে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় কিছুটা কমবে। তবে ভূরাজনৈতিক অস্থিরতায় সময়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকবে।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন