১১ হাজার টন গোলমরিচ আমদানি ভারতের

বণিক বার্তা ডেস্ক

এপ্রিল ভারতে শুরু হয়েছে ২০১৯-২০ অর্থবছর। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (এপ্রিল-আগস্ট) দেশটি আন্তর্জাতিক বাজার থেকে ১০ হাজার ৯৯০ টন গোলমরিচ আমদানি করেছে। দেশটির সরকারি সূত্র সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে। খবর বিজনেস লাইন কমোডিটি অনলাইন।

সময় দেশটি সর্বাধিক পরিমাণ গোলমরিচ আমদানি করেছে ভিয়েতনাম থেকে। মোট আমদানীকৃত গোলমরিচের মধ্যে হাজার ৬৫৭ টন এসেছে ভিয়েতনাম থেকে। শ্রীলংকা ইন্দোনেশিয়া থেকে মসলা পণ্যটির আমদানি দাঁড়িয়েছে যথাক্রমে হাজার টন হাজার ৩৪ টন।

সম্প্রতি ভারতের বাণিজ্য শিল্পমন্ত্রী পিয়ুস গয়াল সংসদ সদস্যদের দেয়া একটি লিখিত জবাবে এসব তথ্য তুলে ধরেন। এতে আরো জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছর দেশটি মোট ২০ হাজার ২৬৫ টন গোলমরিচ আমদানি করেছিল। এর পরের বছর দেশটিতে মসলা পণ্যটির আমদানি বেড়ে ২৯ হাজার ৬৫০ টনে উন্নীত হয় এবং সর্বশেষ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৫০ টন।

ভারতের অভ্যন্তরীণ বাজারে দীর্ঘদিন ধরে গোলমরিচের দামে মন্দা ভাব বজায় রয়েছে। মন্ত্রী জানান, কিছু লোক নেপাল বাংলাদেশের সীমান্ত হয়ে অবৈধপথে দেশটিতে পণ্যটির সরবরাহ বাড়াচ্ছে। এছাড়া কয়েক বছর মসলা পণ্যটির বৈশ্বিক উৎপাদনে চাঙ্গা ভাব বজায় রয়েছে। এতে সরবরাহ বেড়ে আন্তর্জাতিক বাজারে গোলমরিচের দাম পড়তির দিকে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন