এশিয়া-প্যাসিফিক সম্মেলনের উদ্বোধনীতে রাষ্ট্রপতি

উন্নয়নশীলদের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নশীলদের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি উন্মুক্ত। সরকার বিদেশী বিনিয়োগের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল দি এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন ফিন্যান্সিং ফর ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট এক্সপ্লোরিং: নিউ ফিন্যান্সিয়াল ল্যান্ডস্কেপ ফর এশিয়া-প্যাসিফিক শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন।

আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ আইসিসি বাংলাদেশের (আইসিসিবি) ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটির আয়োজন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সম্মেলনটির আয়োজকদের মধ্যে আইসিসি বাংলাদেশ ছাড়াও রয়েছে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ), এশীয় উন্নয়ন ব্যাংকের ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম (টিএফপি) এবং লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) আন্ডার সেক্রেটারি জেনারেল আরমিডা সালসিয়া আলিশজাবানা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, এরই মধ্যে আমরা ব্যবসা বিনিয়োগের বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছি। এতে করে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ৫৮ শতাংশ। ধারাবাহিকতায় বিনিয়োগ, বাণিজ্য শিল্পনীতিও সমন্বয় করা হয়েছে। আরো টেকসই বিদেশী স্থানীয় বিনিয়োগ আকৃষ্টকরণে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিষয় নিয়ে কাজ করছে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন