বিআইআইএসএসের সংলাপে বক্তারা

দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে দক্ষিণ এশিয়ায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে কিন্তু অঞ্চলে উন্নয়ন বৈষম্য ক্রমে বেড়েই চলেছে আর বিশ্বের এক-তৃতীয়াংশ দরিদ্র ক্ষুধার্ত জনগোষ্ঠীর বসবাস দক্ষিণ এশিয়ায় সংকট দূর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ইউনাইটেড নেশন্স ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইউএনইএসসিএপি) যৌথ উদ্যোগে আয়োজিত দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা শীর্ষক সংলাপের উদ্বোধনী সেশনে বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমসটেকের মহাসচিব মো. শহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নেপাল সরকারের জাতীয় পরিকল্পনা কমিশনের সহসভাপতি . পুষ্পরাজ কাদেল স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান এবং সূচনা বক্তব্য রাখেন ইউএনইএসসিএপির এশিয়া কার্যালয়ের পরিচালক . নাগেশ কুমার

উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইউএনইএসসিএপি এরই মধ্যে নীতিগত এলাকা নির্ধারণ করেছে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে এসডিজি অর্জনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি আঞ্চলিক রোডম্যাপ প্রয়োজন

উদ্বোধনী সমাপনী সেশনসহ সংলাপে সাতটি সেশন অনুষ্ঠিত হয় নতুন বিশ্বব্যবস্থার আলোকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ঐক্যের সম্ভাবনা প্রতিবন্ধকতাসমূহ শীর্ষক প্রথম ওয়ার্কিং সেশনে সঞ্চালক ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক . ফাহমিদা খাতুন উন্নয়ন নিয়ামক হিসেবে আঞ্চলিক পরিবহন আন্তঃসংযোগ জোরদারকরণ শীর্ষক দ্বিতীয় ওয়ার্কিং সেশনে সঞ্চালক ছিলেন শ্রীলংকার ইনস্টিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড সোশিও-ইকোনমিক রিসার্চের (আইএসএসআর) চেয়ারম্যান অধ্যাপক বিশ্বম্ভর পিয়াকুরিয়াল এতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনইএসসিএপির কনসালট্যান্ট অনিল গুপ্ত

জ্বালানি সহযোগিতা উন্নয়ন শীর্ষক তৃতীয় ওয়ার্কিং সেশনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিআইআইএসএসের রিসার্চ ফেলো বেনুকা ফেরদৌসী গবেষণা কর্মকর্তা লাম-ইয়া মোশতাক এতে সঞ্চালক ছিলেন বিআইআইএসএসের মহাপরিচালক একেএম আবদুর রহমান দুর্যোগ ঝুঁকি মোকাবেলা জলবায়ু সক্ষমতা তৈরিতে আঞ্চলিক সহযোগিতা শীর্ষক চতুর্থ সেশনে সঞ্চালক ছিলেন ব্যাংককের রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেমের (আরআইএমইএস) পরিচালক এআর সুব্বিয়াহ এতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনইএসসিএপির অর্থনৈতিক সম্পর্ক কর্মকর্তা . মধুরিমা সরকার দক্ষিণ এশিয়ায় এসডিজি অর্জনে থিংকট্যাংকগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ শীর্ষক গোলটেবিল আলোচনায় সঞ্চালক ছিলেন ইউএনইএসসিএপির এশিয়া কার্যালয়ের পরিচালক . নাগেশ কুমার

সমাপনী সেশনে বক্তব্য রাখেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান ইউএনইএসসিএপির এশিয়া কার্যালয়ের পরিচালক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন