গাজীপুরে ফাঁড়ির অদূরে পুলিশের ছদ্মবেশে ৭ দোকানে ডাকাতি

বণিক বার্তা প্রতিনিধি শ্রীপুর

 গাজীপুরের কালীগঞ্জে পুলিশের ছদ্মবেশে পাঁচটি স্বর্ণের দোকানসহ সাতটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে গত সোমবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ি থেকে ২০০ গজ দূরত্বে ডাকাতির ঘটনা ঘটে ডাকাতরা আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালংকার, ৩৪০ ভরি রুপা নগদ লাখ ৪৫ হাজার টাকা লুট করেছে

স্থানীয়রা জানান, ডাকাতরা উলুখোলা বাজারের সোনালী জুয়েলার্স, রাজীব জুয়েলার্স, শিল্পী জুয়েলার্স, সন্দ্বীপ জুয়েলার্স, রূপশ্রী জুয়েলার্স, ইউসুফের চায়ের দোকান, আক্তারের মুরগির দোকান একটি পিকআপ ভ্যান থেকে অলংকার টাকা লুট করে

গতকাল ঘটনাস্থল পরিদর্শনের সময় গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, দ্রুত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি

নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু গাব্রিয়েল রোজারিও বলেন, রাত ১২টা থেকে ৩টার মধ্যে ৩০-৪০ জনের একটি ডাকাত দল বাজারে প্রবেশ করে এদের অনেকের গায়ে পুলিশের পোশাক ছিল তারা প্রথমে বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত নিরাপত্তা প্রহরীকে একটি দোকানে আটকে রাখে পরে বাজারে প্রবেশের প্রতিটি রাস্তায় পাহারা বসায় এরপর একে একে সাতটি দোকানে ডাকাতি করে পালিয়ে যায়

এদিকে উলুখোলা ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকার বণিক বার্তাকে বলেন, তিনি ডাকাতির সময় টহলে নাগরী বাজারে ছিলেন

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন