সিলেটে ভ্যাট সংলাপ ও ব্যবসায়ী সম্মাননা

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

দেশের চালিকাশক্তির মূল উৎস রাজস্ব আয়। তাই সবাইকে ভ্যাট-ট্যাক্স দিতে হবে। গতকাল দুপুরে নগরের একটি হোটেলে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত ভ্যাট সংলাপ ও ব্যবসায়ী সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।    

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, প্রবাসীরা ট্যাক্স দিতে চান। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা ট্যাক্স প্রদানের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে অংশীদার হতে পারছেন না। তাই এ বিষয়টি নিয়ে ভাবা দরকার। আপাতত পাসপোর্টের মাধ্যমে তাদের ট্যাক্সের আওতায় আনা সম্ভব।

এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক, নিরীক্ষা ও শুল্ক গোয়েন্দা) . মাসুদ সাদিক বলেন, ভ্যাট প্রদান যেন কারো কাছে হয়রানি নয়, গর্বের মনে হয়। এ ধরনের অনুষ্ঠান ভ্যাট, ট্যাক্স প্রদানে উৎসাহ জোগাবে বলে মনে করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন