নভেম্বরে চীনের মূল্যস্ফীতি আট বছরের সর্বনিম্নে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের নভেম্বরে চীনের ভোক্তামূল্য দ্রুততম হারে বেড়ে প্রায় আট বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। মূলত আফ্রিকান সোয়াইন ফ্লু মহামারী আকারে ছড়ানোয় শূকরের মাংসের দাম দ্বিগুণের বেশি হওয়ায় দেশটির ভোক্তামূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি ও সিএনবিসি।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানিয়েছে, নভেম্বরে খুচরা মূল্যস্ফীতির প্রধান পরিমাপক কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বছরওয়ারি ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০১২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ ও অক্টোবরের ৩ দশমিক ৮ শতাংশের চেয়ে বেশি। ব্লুমবার্গ পরিচালিত এক জরিপে বিশ্লেষকরা বছরওয়ারি ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস করেছিলেন।

২০১৮ সালের আগস্ট থেকে সোয়াইন ফ্লুর বিস্তৃত সংক্রমণ চীনে শূকরের মাংস সরবরাহ বিঘ্নিত করেছে। মহামারীর কারণে গত মাসে মৌলিক খাদ্যপণ্যটির দাম ১১০ দশমিক ২ শতাংশ বেড়ে গেছে।

এদিকে চীনে শূকরের পাল প্রায় ৪০ শতাংশ কমে আসায় গত সপ্তাহে কর্তৃপক্ষ ২০২১ সালের মধ্যে শূকর উৎপাদন সোয়াইন ফ্লুর পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে একটি পরিকল্পনা চালু করেছে। শূকরের মাংসের সংকটের কারণে ভোক্তারা আমিষের বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়ায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটিতে গরু, ভেড়ার মাংস ও ডিমের দামও বেড়ে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জন্য চীনের ভোক্তা মূল্যস্ফীতির নির্ধারিত লক্ষ্যমাত্রা প্রায় ৩ শতাংশ।

নভেম্বরে চীনে প্রডিউসার প্রাইস ইনডেক্সে (পিপিআই) মূল্য বছরওয়ারি ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেতে দেখা গেছে। শিল্প খাতের এ গুরুত্বপূর্ণ পরিমাপকটি দিয়ে কারখানা গেটে পণ্যের মূল্য পরিমাপ করা হয়। ব্লুমবার্গ পরিচালিত জরিপের তুলনায় নভেম্বরে পিপিআই সামান্য বেশি দেখা গেছে। জরিপে ১ দশমিক ৫ শতাংশ পতনের পূর্বাভাস করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন