আগামীকাল শুরু বঙ্গবন্ধু বিপিএল

মাঠের লড়াই জমার অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

 এবারের বিপিএল শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় ছিল অনেক শুরু থেকেই নানা ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় বিসিবির সেই ধারাবাহিকতায় অন্তত এবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়েই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের নাম রাখা হয় বঙ্গবন্ধু বিপিএল রোববার বর্ণিল এক কনসার্টের মধ্য দিয়ে উদ্বোধন হয় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলা ছাড়া বলা যায় ভালোভাবেই সম্পন্ন হয়েছে অনুষ্ঠান

মাঠের বাইরের সফল আয়োজনের পর সমর্থকদের চোখ মাঠের ক্রিকেটকে ঘিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই এরই মধ্যে বিদেশী ক্রিকেটারদের ভিড়ে জমে উঠতে শুরু করেছে ক্রিকেটপাড়া যেখানে অন্যতম আকর্ষণ হিসেবে এসেছে পাকিস্তানি পেস তারকা মোহাম্মদ আমির এবারের আসরে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে আমির জানিয়েছেন তিনি সেরা হতেই এসেছেন তিনি বলেন, এই প্রতিযোগিতায় আমার লক্ষ্য সর্বোচ্চ উইকেট শিকার করা অন্যদিকে ছোট মাঠে অনেকগুলো দলের অনুশীলন দেখে বিস্ময় প্রকাশ করেছেন রংপুরের কোচ মার্ক ডনেল

আগামী বছর টি২০ বিশ্বকাপের কারণে এবারের বিপিএলের গুরুত্ব বেড়ে গেছে অনেক গুণ টি২০ তে এমনিতেই বাংলাদেশের পারফরম্যান্স বেশ সাদামাটা তার ওপর বেশকিছু জায়গায় দুর্বলতাও চোখে পড়ার মতো খুব দ্রুত সেসব দুর্বলতা কাটিয়ে ওঠা না গেলে সামনের দিনগুলোয় বিপদ আরো বাড়তে পারে সেসব দিক বিবেচনায় এবারের বিপিএলকে পাখির চোখ করেছেন বোর্ড কর্তারা এদিকে আজ থেকে শুরু হয়েছে বিপিএলের টিকিট বিক্রি টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা এবং সর্বোচ্চ দাম হাজার টাকা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন