সিলেটে চালু হচ্ছে আরেকটি সরকারি উচ্চ বিদ্যালয়

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 সিলেটে চালু হচ্ছে আরেকটি সরকারি উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয় নামের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু হবে এরই মধ্যে শুরু হয়েছে ভর্তি ফরম বিতরণ নতুন বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

জানা গেছে, দক্ষিণ সুরমার আলমপুরে শিক্ষা বোর্ড সংলগ্ন এলাকায় বিদ্যালয় নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০১৪ সালে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তত্কালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তবে জমিসংক্রান্ত জটিলতায় কিছুদিন আটকে ছিল বিদ্যালয় নির্মাণের কাজ ২০১৬ সালের অক্টোবরে পুরোদমে নির্মাণকাজ শুরু হয় ১২ কোটি টাকা ব্যয়ে সাততলা বিদ্যালয়ের নির্মাণকাজ এখন প্রায় শেষ

দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুসরাত হক বলেন, ডিসেম্বর থেকে নতুন বিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে প্রতি শ্রেণীতে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এরই মধ্যে প্রায় হাজারখানেক ভর্তি ফরম বিক্রি হয়েছে

তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ২৮টি তবে এখনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি জানুয়ারির আগেই নিয়োগ দেয়া হবে

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের চারটি বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী ঘোষিত সাতটি উচ্চ বিদ্যালয় স্থাপন প্রকল্পের অংশ হিসেবে নতুন বিদ্যালয় চালু করা হচ্ছে প্রকল্পের আওতায় ২০১৭ সালে সিলেটের লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় নামে আরেকটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় এর আগে সিলেট শহরে মাত্র দুটি সরকারি উচ্চ বিদ্যালয় ছিল ফলে বাধ্য হয়েই উচ্চ বেতনে বেসরকারি বিদ্যালয়ে পড়তে হয় অনেক শিক্ষার্থীকে সংকট নিরসনে সিলেটে নতুন দুই সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয় সরকার

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, সাততলা দক্ষিণ সুরমা বিদ্যালয়ে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে বিদ্যালয়টিতে দুটি লিফট, পদার্থবিজ্ঞান ল্যাব, রসায়ন ল্যাব, আইসিটি ল্যাব, একটি পাঠাগার একটি ডিজিটাল ক্লাসরুম থাকবে এছাড়া প্রতি তলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে ছয়টি করে শৌচাগার ৫২ কক্ষের ভবনে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের চলাফেরার সুবিধার্থে রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা শিক্ষার্থীদের যাতায়াতের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন