নোয়াখালীতে এবিটির ৪ সদস্য গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি নোয়াখালী

 নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট গত রোববার রাতে নোয়াখালীর সদর উপজেলার নং নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃতদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চেয়ে গতকাল বেলা ২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নং আমলি আদালতে সোপর্দ করা হয় পরে আদালতের বিচারক মো. সোয়েব উদ্দিন খান শুনানি শেষে প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী সদরের নোয়ান্নাই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো. নুর আলমের ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ন কবিরের ছেলে আরিফ হোসেন হূদয় (২৩) কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)

অ্যান্টি টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের প্রথমে আটক করা হয় সময় তাদের কাছ থেকে জিহাদি বই, মোবাইল ডিভাইস জব্দ করা হয় পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাতেই অ্যান্টি টেরোরিজমের পরিদর্শক রাশেদ হোসেন বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন গতকাল দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে আদালত চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি মামলা করেছে অ্যান্টি টেরোরিজমের পরিদর্শক রাশেদ হোসেন ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে নেয়া হয় শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন