জাতীয় ভ্যাট দিবসে রংপুরে ১৮ প্রতিষ্ঠান পুরস্কারের জন্য মনোনীত

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

রংপুর বিভাগের আট জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী মোট ১৮টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ জাতীয় ভ্যাট দিবস-২০১৯ উপলক্ষে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি মার্কেট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করবেন কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার এবং অন্য অতিথিরা।

রংপুর কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার ডা. শওকত আলী সাদী বলেন, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে রাজস্ব। তাই যেসব প্রতিষ্ঠান দেশকে এগিয়ে নিতে নিয়মিত এবং সবচেয়ে বেশি রাজস্ব দিচ্ছে, তাদের সরকার জাতীয় ভ্যাট দিবসে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন