বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সান্না

বণিক বার্তা ডেস্ক

 বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফিনল্যান্ডের ৩৪ বছর বয়সী সান্না মারিন খবর বিবিসি

গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তে রিন্নে এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে পরিবহনমন্ত্রী মারিনকে বেছে নেয় তার দল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি চলতি সপ্তাহে তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন

মারিন একটি মধ্য-বামপন্থী জোটের নেতৃত্ব দেবেন জোটের পাঁচটি দলের সবগুলোর নেতৃত্বে রয়েছেন নারী 

ডাক বিভাগের ধর্মঘট মোকাবেলায় রিন্নের ভূমিকায় অসন্তুষ্ট হয় ক্ষমতাসীন জোটভুক্ত একটি দল এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি

মারিন যখন ক্ষমতা গ্রহণ করবেন, তখন তিনি হবেন বিশ্বের সবচেয়ে কম বয়সী দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডিনের বয়স ৩৯ বছর এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেক্সি হনচরুকের বয়স ৩৫

রোববার দলীয় নেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন ওই দিন রাতে সাংবাদিকদের তিনি বলেন, পুনরায় আস্থা অর্জনে আমাদের সম্মিলিতভাবে অনেক কাজ করতে হবে

মারিন ফিনল্যান্ডের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি দেশটির সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয় তাই প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়ার ক্ষমতা রয়েছে তাদের হাতে

একজন সিঙ্গেল মা মারিনকে গড়ে তুলেছেন এবং তিনি তার পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রথম সদস্য

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন