বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফিনল্যান্ডের সানা মারিন

বণিক বার্তা অনলাইন

সাধারণত যে বয়সে মূলধারার রাজনীতি শুরু হয় সেই বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন ফিনল্যান্ডের সানা মারিন। ২০১৫ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদে আসা সানা বর্তমানে দেশটির পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। খবর গার্ডিয়ান

৫৫ লাখ মানুষের দেশ ফিনল্যান্ডের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্রেট পার্টির থেকে প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্তি রিনে। গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ভোটাভুটির মাধ্যমে দলটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৩৪ বছর বয়সী সানা মারিন। নতুন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দল থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে। তিনি যে ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত।

প্রধানমন্ত্রী হলে শুধু ফিনল্যান্ডের নয় বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন সানা। সেই সঙ্গে নর্ডিক দেশগুলোর মধ্যে তিনি হবেন তৃতীয় নারী প্রধানমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন