একদিনে দেড় শতাংশের বেশি কমেছে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭৫ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমেছে। আগের কার্যদিবসের হাজার ৬৭১ দশমিক ৩৩ পয়েন্ট থেকে কমে গতকাল ডিএসইএক্স হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর বাজার মূলধন একদিনই প্রায় হাজার ১৪০ কোটি টাকা কমেছে। গত সপ্তাহের সর্বশেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল লাখ ৫২ হাজার ৩৭৪ কোটি টাকা, যা গতকাল এসে দাঁড়িয়েছে লাখ ৪৮ হাজার ২৩৪ কোটি টাকায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর শরিয়াহ সূচক আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৩৮ শতাংশ বা ১৪ দশমিক ৫৪ শতাংশ কমে হাজার ৪১ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস৩০ আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৪২ শতাংশ বা ২২ দশমিক ৭৬ পয়েন্ট কমে হাজার ৫৮৩ দশমিক শূন্য পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের পাশাপাশি গতকাল দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে গতকাল ৩৪৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে যা ছিল ৪৩২ কোটি টাকা। এদিন ডিএসইতে ৫৩টি শেয়ারের দর বেড়েছে; কমেছে ২৭৩টির অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির দর। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, বেশির ভাগ বড় মূলধনি খাতের শেয়ারদর গতকাল কমেছে। এর মধ্যে শেয়ারদর কমেছে পোশাক খাতের কোম্পানিগুলোর।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড, এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিউ লাইন ক্লথিংস লিমিটেড।

দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডায়িং, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক, বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ অটোকারস, জেনেক্স ইনফোসিস, হা ওয়েল টেক্সটাইলস (বিডি) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বিএসআরএস স্টিল মিলস লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন