৬ দলগত ইভেন্টে শতভাগ স্বর্ণ

আরচারি সাফল্যে রঙিন দিন

ক্রীড়া প্রতিবেদক

এসএ গেমসের অষ্টম দিন রাঙিয়ে তুললেন বাংলাদেশের আরচাররা। গতকাল এসএ গেমসের ইতিহাসে আরচারিতে প্রথম স্বর্ণপদকের স্বাদ পেল বাংলাদেশ। এরপর একে একে ছয় দলগত ইভেন্টের সবগুলোয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ অনুষ্ঠিত হবে চার ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল। দলগত ইভেন্টের মতো ব্যক্তিগত ফাইনালের সবগুলোয় আছে স্বর্ণ জয়ের হাতছানি। রোমান সানাদের স্বর্ণময় দিনে নারী ক্রিকেট দলও জিতেছে স্বর্ণপদক।

আরচারিতে ১০ ইভেন্টের মধ্যে ছয় দলগত ফাইনালে শতভাগ সাফল্যের পর একক আধিপত্যের পথে মার্টিন ফ্রেদেরিকের শিষ্যরা। গতকালের আরচারি ক্রিকেট সাফল্যে দেশের বাইরে খেলা এসএ গেমসে নতুন উচ্চতায় পা রাখল বাংলাদেশ। নিয়ে লাল-সবুজদের স্বর্ণপদক সংখ্যা ১৪-তে উন্নীত হলো। ১৯৯৫ সালে মাদ্রাজ গেমসে সর্বোচ্চ সাতটি স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ। দুই যুগ ধরে ওটাই ছিল দেশের বাইরে খেলা এসএ গেমসে সেরা সাফল্য।

ঘরে-বাইরে মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ২০১০ সালে। ঢাকায় আয়োজিত সে আসরে ১৮ স্বর্ণপদক জয় করে স্বাগতিকরা। আরচারির চার ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে প্রত্যাশিত সাফল্য এলে গেমস ইতিহাসে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।   গতকালের সাত স্বর্ণপদক নিশ্চিত করার মাধ্যমে গেমসের দ্বিতীয় সেরা সাফল্যকে টপকে গেছে বাংলাদেশ। ১৯৯৩ সালে ঢাকায় আয়োজিত আসরে ১১ স্বর্ণপদক এতদিন ছিল দ্বিতীয় সেরা সাফল্য।

গতকাল স্বর্ণপদকের উৎসবের সূচনা ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট দিয়ে। রোমান সানা, তামিমুল ইসলাম হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল - সেটে শ্রীলংকাকে হারিয়ে উল্লাসে মাতে। নারীদের রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা বিউটি রায়ের সমন্বয়ে গড়া বাংলাদেশ শ্রীলংকাকে উড়িয়ে দেয়। লাল-সবুজরা ম্যাচটি জিতে নিয়েছে - সেটে।

রোমান সানা-ইতি খাতুন জুটি রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভুটানকে হারায় - সেটে। ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ হারিয়েছে ভুটানকে। সোহেল রানা, অসীম কুমার দাস আশিকুজ্জামানকে নিয়ে গড়া দলের জয় ২২৫-২১৪ পয়েন্টের। নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ফাইনালে সুস্মিতা বণিক, সুমা বিশ্বাস শ্যামলী রায়কে নিয়ে গড়া বাংলাদেশ ২২৬-২১৫ পয়েন্টে শ্রীলংকাকে হারায়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে সোহেল রানা-সুস্মিতা বণিক জুটি ১৪৮-১৪০ পয়েন্টে হারায় নেপালকে।

আজ ব্যক্তিগত চার ইভেন্টের সবগুলোয় স্বর্ণজয়ের প্রত্যাশা করা হলেও নিয়ে বেশ সাবধানী কোচ জিয়াউল হক জিয়া। নেপাল থেকে কোচ গতকাল বণিক বার্তাকে বলেন, ‘সবগুলো ইভেন্টেই আমরা স্বর্ণপদক প্রত্যাশা করছি। তবে কাজটা মোটেও সহজ হবে না। কারণ চার ইভেন্টের মধ্যে একমাত্র রোমান সানা অভিজ্ঞ। বাকি তিনজন একেবারেই নতুন। ফাইনালে স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক খেলা খেলতে পারলে প্রত্যাশা পূরণ হবে।

নিজ নিজ ইভেন্টে আজ স্বর্ণপদকের জন্য লড়বেন রোমান সানা, সোহেল রানা, ইতি খাতুন সুমা বিশ্বাস। তিনজন নতুন হলেও তাদের ধারাবাহিকতা অবশ্য আশাবাদী হওয়ার মতোই। সম্পর্কে জিয়াউল হক বলেছেন, ‘সোহেল রানা, ইতি খাতুন সুমা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন