ডার্বি হেরে বিপদে ম্যানসিটি

ম্যানচেস্টার ডার্বিতে - গোলে হেরে গিয়ে ম্যানসিটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায়ই শেষ হয়ে গেল। শনিবার রাতে ইতিহাদে উত্তাপের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে হেরে লিগ লিডার লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার দল। এদিন লিভারপুল - গোলে বোর্নমাউথকে টটেনহাম - গোলে বার্নলেকে হারায়।

মার্কাস র্যাশফোর্ড অ্যান্থনি মার্শিয়ালের গোলে প্রথম ৩০ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নিয়ে নেয় ম্যানইউ। বের্নার্দো সিলভা বক্সের মধ্যে র্যাশফোর্ডকে ফেলে দিলে পেনাল্টি পায় ম্যানইউ। ২৩ মিনিটে স্পট-কিক থেকে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। ২৯ মিনিটে ড্যানিয়েল জেমসের পাস থেকে লক্ষ্যভেদ করেন মার্শিয়াল। ৮৫ মিনিটে নিকোলাস ওতামেন্দির গোল জমিয়ে দিয়েছিল ম্যাচের শেষ ১০ মিনিট। যদিও স্নায়ুক্ষয়ী সময়টায় নিজেদের গোলবার অক্ষত রাখতে সমর্থ হয় ওলে গুনার সোলশারের দল।

টটেনহামকে ঘরের মাঠে হারানোর পর এবার চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ম্যানইউ। জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে যায় রেড ডেভিলরা। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে তাদের পরই হোসে মরিনহোর টটেনহাম। ম্যানইউর জয়ে বড় ক্ষতিটা হয়েছে সিটির। বর্তমান চ্যাম্পিয়নরা এখন লিভারপুল থেকে ১৪ পয়েন্ট দূরে। ১৬ ম্যাচে লিভারপুলের ঝুলিতে ৪৬ পয়েন্ট, সিটির ৩২। লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি ২৯ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

সিরি- লিগে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১০ জনের জুভেন্টাসকে - গোলে হারিয়েছে ল্যাজিও। চলতি মৌসুমে লিগে এটা জুভেন্টাসের প্রথম হার। ২৫ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা আনেন রামোস মারচি। ৬৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চ্যাম্পিয়নরা। সুযোগটি ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিক ল্যাজিও। ৭৪ মিনিটে সের্জেই মিলিনকোভিচ-সাভিচ দলকে -- এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ল্যাজিওর জয় নিশ্চিত করেন ফেলিপ কাইসেদো। সাইরো ইম্মোবিলের পেনাল্টি শট জুভেন্টাস গোলকিপার ওসিয়েক সজেনি রুখে না দিলে ল্যাজিও জিততে পারত আরো বড় ব্যবধানে। জুভেন্টাসের হারে লাভবান ইন্টার মিলান। ৩৮ পয়েন্ট নিয়ে ইন্টারই টেবিলের শীর্ষে, জুভেন্টাস ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে - গোলে মঁপেলিয়েকে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অবশ্য চারটি গোলই পিএসজির করা! লিওনার্দো পারেদেসের আত্মঘাতী গোলে ৪১ মিনিটে পিছিয়ে পড়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে গোল করেন নেইমার কিলিয়ান এমবাপ্পে মাউরো ইকার্দি।

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে - গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল মুনশেনগ্লাডবাখ। বরুশিয়া ডর্টমুন্ড - গোলে হারায় ফরচুনা ডুসেলডর্ফকে। ১৪ রাউন্ড শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মুনশেনগ্লাডবাখ। বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন