খুলনা নিউজপ্রিন্ট মিলসের জায়গায় হবে সার কারখানা —শিল্প প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের স্থানে টিএসপি সার কারখানা নির্মাণে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি গতকাল মিলটি পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে টিএসপি সারের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কারখানা রয়েছে মাত্র একটি। অন্যদিকে শিল্পনগরী হিসেবে খুলনার একটি ঐতিহ্য রয়েছে। এখানে টিএসপি সার কারখানা নির্মিত হলে সেটি দেশের চাহিদা যেমন মিটাবে, তেমনি এলাকার অনেক মানুষের কর্মসংস্থানও হবে।

এর আগে প্রতিমন্ত্রী খুলনার শিরোমনি সারের গোডাউন এবং রূপসা নদীর তীরে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। সময় খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম, পরিচালক (বাণিজ্যিক) মো. আমিনুল আহসানসহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন