বগুড়ার সোনাতলায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

বগুড়ার সোনাতলায় গতকাল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক লিমিটেডের (এক্সিম ব্যাংক) ১২৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বগুড়া- আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি বলেন, সোনাতলার উন্নয়নের সঙ্গে আজ থেকে সম্পৃক্ত হলো আরেকটি উন্নয়নের অংশবিশেষ। প্রতিযোগিতার যুগে যে ব্যাংক যত গ্রাহক সেবা সুন্দর সার্ভিস দেবে, সে ব্যাংকের গ্রহণযোগ্যতা গ্রাহকসংখ্যা তত বাড়বে। সেক্ষেত্রে এক্সিম ব্যাংক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এক্সিম ব্যাংক প্রতি বছর গরিব মেধাবী তিন হাজার শিক্ষার্থীর জন্য কোটি ৫০ লাখ টাকা বৃত্তি দিয়ে থাকে। এছাড়া প্রতি বছর গরিব দুস্থদের মধ্যে পর্যাপ্ত কম্বল বিতরণ করে। প্রায় এক হাজার মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা করে থাকে। এক্সিম ব্যাংক এরই মধ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। যেখানে দেশের মানুষ খুব কম খরচে ভালো চিকিৎসাসেবা পাবে।

ব্যাংকের এমডি সিইও . মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান। সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি শাহ্ মো. আব্দুল বারী, ভাইস প্রেসিডেন্ট প্রধান করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন সঞ্জীব চ্যাটার্জি, ঠিকাদার রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, এক্সিম ব্যাংক বগুড়া শাখা ব্যবস্থাপক শেখ বশিরুল ইসলাম, সোনাতলা শাখা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন