ইরান ও যুক্তরাষ্ট্রের একজন করে বন্দি মুক্তি

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরান শনিবার একজন করে বন্দিকে মুক্ত করে দিয়েছে। এতে চরম বৈরী দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনার সদিচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

জিয়ু ওয়াং নামের এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তেহরান। গোয়েন্দাগিরির অপরাধে তিনি দেশটির কারাগারে তিন বছর জেল খেটেছেন। অন্যদিকে মাসউদ সোলাইমানি নামের এক ইরানিকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে ওয়াংয়ের মুক্তিতে দেশটিতে বন্দি থাকা অন্য নাগরিকরাও ক্রমেই ছাড়া পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। সুইজারল্যান্ডের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া বন্দিমুক্তি দুই দেশের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করবে বলে মনে করেন তিনি।

অন্যদিকে মুক্ত সোলাইমানিকে এগিয়ে দিতে সুইজারল্যান্ড পর্যন্ত সঙ্গে আসেন যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাভেদ জারিফ সেখানে সোলাইমানির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সদ্য মুক্ত ইরানি স্টেম সেল বিশেষজ্ঞ নিজ দেশের উদ্দেশে সুইজারল্যান্ড ছেড়ে যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন