এসএ গেমস২০১৯

ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশের মেয়েরা

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের ১৩তম আসরে পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে আবারও ২ রানে হারিয়ে স্বর্ণ পদক জিতলেন বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়েছিল সালমারা।

আজ রোববার ( ডিসেম্বর) ফাইলারে স্বস্তির জয় নিয়ে স্বর্ণ নিশ্চিত করে বাঘিনীরা। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথমবারের মতো যুক্ত হয়েছে নারী ক্রিকেট। প্রাপ্তি হিসেবে স্বর্ণ পদক নিয়ে দেশে ফিরবে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাঘিনীরা। জয় ছিনিয়ে নিতে ভুল করেনি সালমা খাতুনের দল। বাঘিনীদের বোলিং তোপে ৮৯ রানেই প্যাকেট হয়ে যায় লঙ্কান নারীরা।

শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৭ রান। দেশসেরা পেসার জাহানারা আলমের করা ওভার থেকে এসেছে কেবল চারটি সিঙ্গেল। শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩ রান। জাহানারা দেননি কোনো রান।

বাংলাদেশের এটি জাতীয় দল হলেও শ্রীলঙ্কার এটি অনূর্ধ্ব-২৩ দল। আনকোরা দলটিতে অধিনায়ক হার্শিথা মাদাভিই কেবল খানিকটা পরিচিত নাম। সেই দলের বিপক্ষেও ধুঁকতে হলো বাংলাদেশকে। তবু শেষ পর্যন্ত মিলেছে সোনার স্বস্তি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন