সপ্তাহের শেয়ারবাজার

দুই স্টক এক্সচেঞ্জেই সূচকে পতন

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স লেনদেন দুটোই কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল সূচক সিএসসিএক্স কমলেও লেনদেন বেড়েছে।

আগের সপ্তাহের ধারা বজায় রেখে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহ শুরু হয়েছিল ডিএসইএক্সের উত্থানের মধ্য দিয়ে। এদিন সূচকটিতে যোগ হয় ২৭ পয়েন্ট। এর পরের দুই কার্যদিবসে সূচকটি পয়েন্ট হারায়। বুধবার সূচকটিতে উত্থান হলেও বৃহস্পতিবার ফের পয়েন্ট কমে যায়। হাজার ৭৩১ পয়েন্ট নিয়ে রোববার লেনদেন শুরু করা ডিএসইএক্স দিন শেষে ছিল হাজার ৭৫৮ পয়েন্টে। শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে সূচক কমে দাঁড়ায় হাজার ৬৭১ পয়েন্ট। এক সপ্তাহে ডিএসইএক্স পয়েন্ট হারিয়েছে ৬০ বা দশমিক ২৭ শতাংশ।

ডিএসইএক্সের পাশাপাশি গত সপ্তাহে ৪১ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে ব্লু চিপ সূচক ডিএস-৩০। দশমিক ৫৪ শতাংশ কমে সপ্তাহ শেষে হাজার ৬০৫ পয়েন্টে দাঁড়িয়েছে সূচকটি, আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ৬৪৭ পয়েন্ট। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ২৬ দশমিক ৩২ পয়েন্ট কমেছে শরিয়াহ সূচক ডিএসইএস। বৃহস্পতিবার হাজার ৫৫ পয়েন্টে অবস্থান করছে সূচকটি, আগের সপ্তাহ শেষে যা ছিল হাজার ৮২ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় দশমিক ৭৪ শতাংশ কমেছে। গত সপ্তাহে স্টক এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড়ে ৪৬২ কোটি ১৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়, আগের সপ্তাহে যা ছিল ৪৭৫ কোটি ২১ লাখ টাকা। পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে হাজার ৩১০ কোটি ৯৮ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল হাজার ৩৭৬ কোটি লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দর কমেছে। লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে সপ্তাহ শেষে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত ছিল ২১টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল সাধারণ বীমা খাত। মোট লেনদেনের ১৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ব্যাংক খাত। এছাড়া ১২ শতাংশ দখলে নিয়ে বস্ত্র খাত তৃতীয়, শতাংশ নিয়ে ওষুধ খাত চতুর্থ এবং শতাংশ দখলে নিয়ে প্রকৌশল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত যৌথভাবে পঞ্চম অবস্থানে ছিল।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহে সিএসসিএক্স দশমিক ৩৮ শতাংশ বা ১২১ পয়েন্ট কমে হাজার ৬২২ পয়েন্টে অবস্থান করছে, আগের সপ্তাহে যা ছিল হাজার ৭৪৩ পয়েন্ট। নির্বাচিত ৩০ কোম্পানির সূচক সিএসই ৩০ ইনডেক্স দশমিক ১২ শতাংশ বা ২৬৩ পয়েন্ট কমে ১২ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে, আগের সপ্তাহে যা ছিল ১২ হাজার ৪৪৩ পয়েন্ট।

সিএসইতে পাঁচ কার্যদিবসের লেনদেনে মোট ১২০ কোটি লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন