অর্থমন্ত্রীর নির্দেশেও সাড়া দিচ্ছে না বীমা কোম্পানিগুলো

আড়াই মাসে তালিকাভুক্তির আবেদন পড়েছে মাত্র দুটি

মেহেদী হাসান সবুজ

নির্ধারিত সময়ের পরও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি এমন বীমা কোম্পানিকে তালিকাভুক্ত হতে তিন মাস সময় বেঁধে দিয়েছিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। তিন মাসের মধ্যে তালিকাভুক্ত না হলে লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে বীমাসংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী সময় বেঁধে দেয়ার পর মাত্র দুটি কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে তালিকাভুক্তির আবেদন করেছে। বাকিগুলো এখনো সাড়া দেয়নি।

বীমা খাতের কোম্পানিগুলোকে অনুমোদন পাওয়ার তিন বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু তিন বছর সময়সীমা পার হওয়ার পরও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি ২৮টি বীমা কোম্পানি। এর মধ্যে পুরনো কোম্পানি ১৩টি নতুন ১৫টি। অর্থমন্ত্রীর নির্দেশের পর যে দুটি কোম্পানি তালিকাভুক্তির আবেদন করেছে, সেগুলো হচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশে সব মিলিয়ে বীমা কোম্পানির সংখ্যা ৭৮টি। এর মধ্যে সরকারি বীমা কোম্পানি রয়েছে দুটিজীবন বীমা করপোরেশন সাধারণ বীমা করপোরেশন। বেসরকারি জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে জীবন বীমা ৩১টি এবং সাধারণ বীমা কোম্পানি ৪৫টি। এসব কোম্পানির মধ্যে মাত্র ৪৭টি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

পুরনো যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা পরিপালনে ব্যর্থ হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এর মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স তালিকাভুক্তির আবেদন করলেও এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পায়নি।

২০১৩ সালে নতুন ১৫টি বীমা কোম্পানির লাইসেন্স দেয় বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বাজারে খুব বেশি চাহিদা না থাকা সত্ত্ব্বেও এসব কোম্পানিকে সে সময় লাইসেন্স দেয়া হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্ধারিত সময় পার হওয়ার পর কয়েকটি কোম্পানি দুই বছর সময় বাড়িয়ে নেয়। কিন্তু সে সময় পার হওয়ার পরও কোম্পানিগুলো এখন পর্যন্ত পুঁজিবাজারের বাইরেই রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির বাইরে থাকা নতুন জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলফা লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স, প্রটেকক্টিভ লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন