ভারোত্তোলনের পর ফেন্সিং আলো

বাংলাদেশের আরো তিন স্বর্ণ

ক্রীড়া প্রতিবেদক

 কাজটা কঠিন উল্লেখ করে স্বর্ণ জয়ের নিশ্চয়তা দেননি মাবিয়া আক্তার সীমান্ত তবে সাধ্যের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি ছিল ভারোত্তোলকের প্রতিশ্রুতি রাখলেন তিনি নেপাল এসএ গেমসে গতকাল স্বর্ণ জিতলেন তারকা মাবিয়ার সাফল্যর দিনে সোনালি হাসি ছিল জিয়ারুল ইসলাম ফাতেমা মুজিবের

গেমসের অনুষ্ঠানিক উদ্বোধনের পরদিন তায়কোয়ান্দো থেকে দেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন দিপু চাকমা পরদিন কারাতে থেকে মোহাম্মদ আল-আমিন, হুমায়রা ফেরদৌস মারজান আক্তার প্রিয়া স্বর্ণ জয় করেন পরবর্তী তিনদিন রুপার পদকেই সান্ত্বনা খুঁজতে হয়েছে ভারোত্তোলনে দুটি ফেন্সিংয়ে এক স্বর্ণপদকে গতকাল বন্ধ্যাত্ব ঘুচল নিয়ে নেপালে চলমান এসএ গেমস থেকে সাতটি স্বর্ণপদক পেল বাংলাদেশ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন