বরিশালে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে আজ

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 বরিশাল মুক্ত দিবস আজ ১৯৭১ সালের আজকের এই দিনে বরিশালে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রত্যেক বছর দিবসটি উপলক্ষে নেয়া হয় নানা কর্মসূচি

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী বলেন, ডিসেম্বর যশোর শহরের পতন হলে বর্বর সৈন্যরা সেনা ছাউনি ছেড়ে পালিয়ে যায় খুলনায় অবস্থা দেখে বরিশাল জেলার থানাগুলো থেকে (গৌরনদী বাদে) পাকিস্তানি বাহিনীর সৈন্যরা পালিয়ে বরিশাল ওয়াপদায় আশ্রয় নেয় ডিসেম্বর জেলা প্রশাসকের দপ্তরে একটি গোপন সভা হয় ডিসেম্বর গভীর রাতে হঠাৎ বরিশালে কারফিউ ঘোষণায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সড়কপথ চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় পাকিস্তানি হানাদাররা পালানোর পথ হিসেবে জলপথকেই বেছে নিয়েছিল গভীর রাতে ওয়াপদা থেকে সেনাবাহিনী, মিলিশিয়া, একাধিক শান্তি কমিটির নেতা জাহাজে অবস্থান নেয় জাহাজ বরিশাল ত্যাগ করে রাত ৩টা থেকে ৪টার মধ্যে  ভারতীয় বিমান বাহিনীর হামলায় মুলাদীর কদমতলা নদীতে লঞ্চ, চাঁদপুরের মেঘনা মোহনায় কিউ জাহাজসহ গানবোট কার্গো ধ্বংসের পর বরিশালে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা বের হয় বিজয় মিছিল দিবসটি উপলক্ষে প্রশাসন স্থানীয় পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন