হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি হিলি

দিনাজপুরের হিলিতে প্রায় প্রতিদিনই পেঁয়াজের বাজার ওঠানামা করছে। কোনোদিন বাড়ছে তো পরের দিন আবার কমছে। সে ধারাবাহিকতায় গতকালও পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা পেঁয়াজের পরিমাণ বাড়ায় দাম কিছুটা কমেছে।

গতকাল হিলি স্থলবন্দরের পাইকারি খুচরা বাজারে গিয়ে দেখা যায়, একদিন আগেও প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২১০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গতকাল দাম কমে প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে খুচরা বাজারে ২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল তা কমে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। চীন থেকে আমদানীকৃত পেঁয়াজ পাইকারিতে ১০০ খুচরাতে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর হিলির আশপাশের সীমান্ত দিয়ে চোরাইপথে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণে পেঁয়াজ আসছে। এসব পেঁয়াজের সরবরাহের ওপর নির্ভর করে প্রতিদিনই দাম ওঠানামা করছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্যটির দাম লাগামহীনভাবে বৃদ্ধির ফলে ক্ষোভ দেখিয়েছেন ক্রেতারা। হিলি বাজারে কথা হয় নুরে আলম সিদ্দিক আব্দুল লতিফ নামের দুজন ক্রেতার সঙ্গে। তারা বলেন, কমার পরিবর্তে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছেই। সকালে একদামে বিক্রি হলেও বিকালে আবার দাম কম-বেশি হচ্ছে। যেন পেঁয়াজের বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। তিন-চারদিন আগে যে পেঁয়াজ ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে। সে পেঁয়াজ গতকাল এক লাফে ২২০ টাকায় উঠে গেল। এভাবে পেঁয়াজের দাম বাড়লে সাধারণ মানুষ কীভাবে পেঁয়াজ কিনে খাবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, বাজারে দেশীয় পুরনো পেঁয়াজের কোনো সরবরাহ নেই। যার কারণে চাপ বেড়েছে আমদানীকৃত বার্মা, চায়নাসহ অন্যান্য পেঁয়াজের ওপর। হিলিতে পেঁয়াজের বাজার পুরোপুরি নির্ভর করে হিলিসহ আশপাশের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে আসা কিছু পেঁয়াজের ওপর। একদিন আগে সীমান্ত দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা কমে যাওয়ার ফলে সরবরাহ সংকটে দাম বাড়ে। কিন্তু আজ (গতকাল) আবারো সীমান্ত দিয়ে পেঁয়াজ আসার পরিমাণ বাড়ার কারণে বাজারে সরবরাহ বৃদ্ধিতে দাম কমতে শুরু করেছে। পাশাপাশি অনেকেই বাজারে উঠা নতুন পাতা পেঁয়াজ কেনার কারণেও অন্যান্য পেঁয়াজের ওপর চাপ কমছে। ফলে দাম কিছুটা কমতির দিকে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন