এআই গবেষণায় ১৮ কোটি ডলার বিনিয়োগ সফটব্যাংকের

বণিক বার্তা ডেস্ক

টোকিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণায় ১৮ কোটি ৪০ লাখ ডলারের একটি উদ্যোগ চালু করেছেন সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসাইয়োশি সান। এছাড়া প্রযুক্তির বাণিজ্যিকীকরণের জন্য জ্যাক মার আলিবাবাকে সম্পৃক্ত করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।

সফটব্যাংক জানায়বিয়ন্ড এআই ইনস্টিটিউটনামে ওই প্রতিষ্ঠানটি পরিচালনায় টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাজার কোটি ইয়েনের (১৮ কোটি ৪০ লাখ ডলার) অংশীদারিত্ব ঘোষণা করা হয়েছে। টোকিও বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সফটব্যাংকের মাসাইয়োশি সানের সঙ্গে উপস্থিত ছিলেন আলিবাবার জ্যাক মা। বিভিন্ন ডিসিপ্লিনের ১৫০ জন গবেষককে সহায়তা করবে ইনস্টিটিউটটি, যা এআই গবেষণাকে একাডেমিক জায়গা থেকে বাণিজ্যিক ক্ষেত্রে নিয়ে যেতে সহায়তা করবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোম্পানির বেসরকারি উদ্যোগ চালুতে সহায়তা করবে। এক বিবৃতিতে সফটব্যাংক করপোরেশন জানায়, ইনস্টিটিউটটির প্রধান ফোকাস থাকবে স্বাস্থ্যসেবা, নগর সামাজিক অবকাঠামো এবং ম্যানুফ্যাকচারিং খাত।

প্রযুক্তিগত উন্নয়নে বৈপ্লবিক নতুন খাত হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে দীর্ঘদিন ধরেই সমর্থন ব্যক্ত করে এসেছেন সান। বেয়ন্ড এআই ইনস্টিটিউটের মাধ্যমে নিজ দেশেই এবার বিষয়ে গবেষণা এগিয়ে নিতে ভূমিকা রাখবেন সফটব্যাংক প্রধান। উইওয়ার্ক উবারসহ বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ সালে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে সফটব্যাংক। সবচেয়ে সফল বিনিয়োগ হিসেবে আলিবাবার কথা স্মরণ করিয়ে দিতে জ্যাক মার সঙ্গে আলোচনাটির আয়োজন করেছেন সান।

তিনি বলেন, গত ২০ বছরে মানুষের জীবনে পরিবর্তন আনতে আমরা ছিলাম বন্ধু, অংশীদার এবং আত্মার আত্মীয়। এদিকে সানের প্রশংসায় জ্যাক মা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বে হয়তো সবচেয়ে সাহসী মানুষ সান।

উইওয়ার্কে বিনিয়োগ নিয়ে নিজের স্বীকার করে বিরল উদাহরণ স্থাপন করেছেন সান। তখন থেকে কোনো স্টার্টআপে বিনিয়োগের ক্ষেত্রে খুবই সতর্কভাবে  এগোচ্ছেন সফটব্যাংক প্রধান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন