ত্রুটির কারণে ৬৩ হাজার গাড়ি প্রত্যাহার মারুতি সুজুকির

যন্ত্রাংশে ত্রুটির কারণে ৬৩ হাজার ৪৯৩ ইউনিট পেট্রল স্মার্ট হাইব্রিড (এসইউভি) গাড়ি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই) তুলে নেয়া গাড়ির মডেলগুলো হলো সিয়াজ, এরটিগা এক্সএল৬। গত শুক্রবার গাড়ি তুলে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। এজন্য ডিলারদের মাধ্যমে ত্রুটিপূর্ণ গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে তারা। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে প্রক্রিয়া চলবে। মারুতি সুজুকি ইন্ডিয়া এক বিবৃতিতে বলছে, পেট্রলচালিত সিয়াজ, এরটিগা এক্সএল৬ মডেলের বেশকিছু গাড়িতে মোটর জেনারেটর ইউনিটে (এমজিইউ) ত্রুটির সম্ভাবনা রয়েছে। এজন্য ৬৩ হাজার ৪৯৩ ইউনিট গাড়ি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২১ নভেম্বরের মধ্যে গাড়িগুলো তৈরি করা হয়েছে। এমজিইউ ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি উৎপাদক সংস্থা মারুতি সুজুকি আরো জানিয়েছে, গ্রাহক স্বার্থে স্বতঃপ্রণোদিতভাবে ত্রুটিপূর্ণ মডেলের গাড়িগুলো বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো গাড়িতে ত্রুটি পাওয়া না গেলে তা দ্রুত তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া হবে। যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়লে তা বিনা মূল্যে বদলে দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন