ফিন্যান্সিয়াল ক্রিমিনোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

আজ শুরু হচ্ছে ফিন্যান্সিয়াল ক্রিমিনোলজি (আর্থিক অপরাধ) বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন ২০১৯। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক বণিক বার্তা। আজ সকাল ৯টায় ইউআইইউ মিলনায়তনে সম্মেলন শুরু হবে।

দুই দিনব্যাপী সম্মেলনে ইউআইইউকে সহায়তা দিচ্ছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার (ইউআইটিএম) অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট। সম্মেলনের বিভিন্ন সেশনে আটটি দেশের শিক্ষক, গবেষক বিশেষজ্ঞরা ৫৬টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক . আতিউর রহমান। বিশেষ অতিথি থাকবেন ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ। এছাড়া ইউআইইউ উপাচার্য অধ্যাপক . চৌধুরী মোফিজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক . হাসনান আহমেদ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক . আবুল আজম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক . নরমাহ ওমর সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক . এফএ সোবহানী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম মূল প্রবন্ধ উপস্থাপনা। এতে ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড অ্যান্টি-মানি লন্ডরিং ড্রাইভস: বাংলাদেশ ব্যাংক পারস্পেকটিভস বিষয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করবেন অধ্যাপক . আতিউর রহমান। এরপর অনুষ্ঠিত হবে এথিকস অ্যান্ড ইন্টেগ্রিটি অব ফিন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি শীর্ষক প্রথম প্যানেল আলোচনা। এতে ইউআইইউর ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চের (আইবিইআর) পরিচালক অধ্যাপক . এইচআর জোয়ার্দ্দারের সঞ্চালনায় প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক . মোহাম্মদ মুসা, ইউআইটিএমের অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক . জামালিয়া সাইদ আইডিএলসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। এছাড়া সকালের অধিবেশনে কয়েকটি পেপার প্রেজেন্টেশন প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

আর বিকালের অধিবেশনের শুরুতেই থাকছে ফিন্যান্সিয়াল ক্রিমিনোলজি: অ্যান্টি-মানি লন্ডারিং-প্রটেক্টিভ টুলস শীর্ষক দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপনা। এতে মূল বক্তা থাকবেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। এরপর কয়েকটি পেপার প্রেজেন্টেশন প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন