বৃহস্পতিবার দেশে এসেছে ৪১৫৯ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশ থেকে আমদানি করা হাজার ১৫৯ টন পেঁয়াজ গত বৃহস্পতিবার দেশে এসেছে। পেঁয়াজের সরবরাহ মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দেশে পেঁয়াজ আমদানি, সরবরাহ সার্বিক পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দেশে আসা পেঁয়াজের মধ্যে মিয়ানমার থেকে হাজার ২২৭ টন, চীনের ৩৮৪ টন, মিসরের ৮৪ টন তুরস্ক থেকে আমদানি করা হয়েছে আড়াই হাজার টন। এসব পেঁয়াজের হাজার ২২৭ টন টেকনাফ হয়ে এসেছে। বাকি হাজার ৯৩২ টন এসেছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের মাধ্যমে। বিভিন্ন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন