দেশী ক্রিকেটারদের প্রমাণের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক

 আর কয়েকটা দিনের অপেক্ষা এর পরই মাঠে গড়াবে বিপিএলের বিশেষ আসর, বঙ্গবন্ধু বিপিএল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বলেই বিপিএলকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী ভূমিকা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনকি সব ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে এবার আয়োজনের পুরোটাই নিজেদের কাঁধে নিয়েছে বিসিবি ম্যাচ মাঠে গড়ানোর আগেই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দেখা মিলবে বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আগামীকাল শুভ উদ্বোধন হওয়ার পাশাপাশি থাকছে তারকাবহুল এক কনসার্টও যেখানে উৎসব মাতাবেন বলিউড সুপারস্টার সালমান খান ক্যাটরিনা কাইফ বাংলাদেশ থেকে থাকবেন জেমস মমতাজের মতো জনপ্রিয় সংগীতশিল্পীরা প্রশ্ন হচ্ছে মাঠের বাইরে উদযাপনের যে মহাযজ্ঞ, ক্রিকেটের ময়দানেও সেটি পাওয়া যাবে তো?

মাত্র কদিন আগেই ইডেনে গোলাপি বলের দিবারাত্রির ম্যাচ স্মরণীয় করে রাখতে একইভাবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই সিএবি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে নেয়া উৎসব রঙ হারিয়েছিল বাংলাদেশী ক্রিকেটারদের ব্যর্থতায় লড়াইহীনভাবে মাত্র সোয়া দুদিনে ম্যাচ হেরে যায় বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন আয়োজন হলেও বিপিএলে মাঠের বাইরের উৎসব, খেলার মাঠেও থাকবে কিনা, প্রশ্ন থেকেই যায়

ফ্র্যাঞ্চাইজিবিহীন বিপিএলের এবারের আয়োজনে বিদেশী তারকা ক্রিকেটারদের অনেকেই থাকছেন না এমনকি টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলের খেলা, না খেলা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে গেইলের আসা তবে সেটি গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোয় শুরু থেকে গেইলের না থাকা কিছুটা হলেও আয়োজনকে বিবর্ণ করবে আবার গেইল যখন আসবেন, তখন তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোন অবস্থায় থাকবে, সেটিও ভাবনার বিষয় তবে বিপিএলের সবচেয়ে বড় ক্ষতি সম্ভবত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকা দেশের ক্রিকেটের তো বটেই বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা তারকা সাকিব আইসিসির নিষেধাজ্ঞার কারণে তার না থাকা নিশ্চিতভাবেই ম্লান করে দেবে বিপিএলের আয়োজনকে

এবারের বিপিএলে দেশের ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার ওপর শুরু থেকে জোর দিচ্ছে বিসিবি দল গঠনের ক্ষেত্রেও তাই ভারসাম্য রাখার কথা বলা হয়েছে বারবার এমনকি প্রতিটি দলে লেগ স্পিনার রাখার নিয়মও চালু করা হয় একেবারে শুরু থেকে সে সঙ্গে বলা হয় ১৪০ কিলোমিটার গতির পেসার রাখার কথাও এই নিয়ম নিয়ে বিতর্ক থাকলেও বৃহস্পতিবারও

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন