আরচারিতে স্বর্ণের আভাস

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমস আরচারিতে কাগজ-কলমে বাংলাদেশ হট ফেভারিট মাঠের লড়াইয়েও তা অনূদিত হলো গতকাল বাছাই পর্ব দিয়ে শুরু হওয়া তীর-ধনুকের লড়াইয়ে বাংলাদেশীদের অধিপত্য ছিল স্পষ্ট দুই ইভেন্টে এরই মধ্যে রৌপ্য পদক নিশ্চিত হয়েছে

নারী কম্পাউন্ড দলগত কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দুই ইভেন্টেই বাই পাওয়ায় এরই মধ্যে নিশ্চিত রুপার পদকও

বাংলাদেশের নারী দল গড়া হয়েছে সুস্মিতা বণিক, সুমা বিশ্বাস শ্যামলী রায়কে নিয়ে মিশ্র দলগত ইভেন্টে খেলবেন সুস্মিতা বণিক সোহেল রানা নেপাল কিংবা শ্রীলংকাপ্রতিপক্ষ হিসেবে যে- আসুক, এখানে বাংলাদেশই ফেভারিট প্রত্যাশিত জয় এলে এসএ গেমস পোডিয়ামে আবারো দেখা যাবে লাল-সবুজদের সোনালি হাসি অন্যান্য ইভেন্টেও ফেভারিটের তকমা নিয়ে নেমে বাছাইয়ে দাপট দেখিয়েছেন বাংলাদেশী তীরন্দাজরা

ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে রুমান সানা ৬৮৬ স্কোর নিয়ে শীর্ষে ছিলেন ৬৬০ স্কোর করে তামিমুল ইসলাম চতুর্থ সানা আজ কোয়ার্টারে নেপালের অসীম শেরচানের বিপক্ষে খেলবেন তামিমুলের প্রতিপক্ষ ভুটানের লাম দর্জি বাছাই শেষে প্রতি দেশ থেকে সর্বোচ্চ দুজন আরচার পদকের মূল লড়াইয়ে যেতে পারবেন নিয়ম সব ইভেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন