জানুয়ারির দলবদলে থাকছে চেলসি

চেলসির খেলোয়াড় কেনার ওপর ফিফা আরোপিত নিষেধাজ্ঞা কমিয়ে অর্ধেক করে দিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালত ফলে জানুয়ারির দলবদলেই খেলোয়াড় কিনতে পারবে ফ্রাংক ল্যাম্পার্ডের দল

অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় কেনার অপরাধে চেলসিকে দুটি দলবদলে নিষিদ্ধ করে ফিফা এরই মধ্যে গ্রীষ্মকালীন দলবদলে নিষেধাজ্ঞা ভোগ করে ফেলেছে ব্লুজরা তবে জানুয়ারিতে দ্বিতীয় দলবদলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থাকছে না

দলবদলে নিষেধাজ্ঞা কমার পাশাপাশি জরিমানাও কমেছে চেলসির তাদের লাখ হাজার ডলার জরিমানা করেছিল ফিফা, যা এখন কমিয়ে অর্ধেক করে দিয়েছেন লুসানভিত্তিক আদালত

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক দলবদল অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় সই করানোর ক্ষেত্রে চেলসি নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে ফিফা তবে তাদের অপরাধের মাত্রা এর এক-তৃতীয়াংশ

অনূর্ধ্ব-১৮ খেলোয়াড় কেনায় চেলসির বিরুদ্ধে ১৫০টি নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে, যার মধ্যে ৬৯টিই একাডেমির খেলোয়াড় নিয়ে বিশেষ করে বুরকিনা ফাসোর ফরোয়ার্ড বার্ট্রান্ড ট্রাওরেকে কেনার ক্ষেত্রে ব্লুজরা অনিয়ম করেছে বলে অভিযোগ তোলা হয়, যিনি এখন খেলছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল লিওঁতে ২০১৩ সালে ১৮ বছর বয়সে চেলসির সঙ্গে পেশাদার চুক্তি করেন ট্রাওরে, যদিও পরের বছর জানুয়ারির আগ পর্যন্ত তার চুক্তি নিবন্ধন করেনি ক্লাবটি

গত ফেব্রুয়ারিতে চেলসির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ফিফা সঙ্গে থাকে জরিমানাও যদিও চেলসি সবসময়ই অপরাধ করার বিষয়টি অস্বীকার করে এসেছে দুদিন আগে চেলসি কোচ ল্যাম্পার্ডও আশা প্রকাশ করে বলেন, তার দলের শাস্তির মেয়াদ কমে যাবে

গত গ্রীষ্মে বেলজিয়ান প্লেমেকার এডেন হ্যাজার্ড চেলসি ছেড়ে নাম লেখান রিয়াল মাদ্রিদে কিন্তু নিষেধাজ্ঞার কারণে তার মতো সেরা খেলোয়াড়ের জায়গায় অন্য কাউকে কিনতে ব্যর্থ হয় চেলসি গ্রীষ্মে খেলোয়াড় কিনতে না পারলেও তারুণ্যনির্ভর দল নিয়ে দারুণ সফলতা পান ল্যাম্পার্ড তিনি একাডেমি থেকে বেশকিছু খেলোয়াড় তুলে আনেন সেন্টার ব্যাক ফিকায়ো তোমোরি, মিডফিল্ডার ম্যাসন মাউন্ট স্ট্রাইকার ট্যামি আব্রাহাম ধার চুক্তি থেকে ফিরে এসে স্ট্যামফোর্ড ব্রিজে এখন মূল একাদশের নিয়মিত মুখ আব্রাহাম তো চলতি মৌসুমে চেলসির সর্বোচ্চ স্কোরার (১২ গোল) দুর্দান্ত ফর্ম দেখিয়ে এরা তিনজনই ডাক পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলেও

চেলসির মূল একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ ফুল-ব্যাক জেমস রিচও নিষেধাজ্ঞায় পড়ার আগে চেলসি সর্বশেষ কিনেছে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিককে, যিনি এ<

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন