যশোরের কালোমুখো হনুমান

৫ বছরে সংখ্যা বেড়ে দ্বিগুণ, চরমে খাদ্য সংকট

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোরের কেশবপুরে গত সেপ্টেম্বরে বাচ্চাকে মারধরের বিচারের দাবি নিয়ে থানা ঘেরাও করে একদল কালোমুখো হনুমান তারও আগে আরেকটি হনুমানের মৃত্যুকে কেন্দ্র করে তারা একই ঘটনা ঘটায় সংশ্লিষ্টরা বলছেন, কেশবপুরের বিরল প্রজাতির হনুমানগুলো বর্তমানে মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এর মধ্যে গত পাঁচ বছরে তাদের সংখ্যা দ্বিগুণ হওয়ায় সংকট আরো তীব্র হচ্ছে ফলে খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে তাদের প্রায়ই শিকার হতে হচ্ছে দুর্ঘটনা মারধরের

উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, কেশবপুরে বর্তমানে কালোমুখো হনুমানের সংখ্যা প্রায় ৬০০ গত পাঁচ বছরে সংখ্যা বেড়েছে ৩০০-এর মতো এসব হনুমানের জন্য বন মন্ত্রণালয়ের জীব বৈচিত্র্য সংরক্ষণ নামে একটি প্রকল্পের আওতায় প্রতিদিন খাবার হিসেবে সরবরাহ করা হচ্ছে ৩৫ কেজি পাকা কলা, খোসাসহ চার কেজি বাদাম চার কেজি পাউরুটি বন বিভাগের দরপত্রের মাধ্যমে খাবার সরবরাহ করছে মেসার্স আলমগীর হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান

তবে বতর্মানে ৬০০ হনুমানের বিপরীতে সরবরাহকৃত খাবার একেবারেই অপ্রতুল আর খাবার দেয়া হচ্ছে কেবল উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল গেট কুঠিবাড়ি শ্মশানে অবস্থানরত হনুমানদের ফলে অন্য স্থানে অবস্থানরত হনুমানগুলোর দিন কাটছে অর্ধাহারে-অনাহারে

জানা গেছে, বন বিভাগের দরপত্রে টানা দুই মেয়াদে যশোর বিকে রোডের আলমগীর হোসেন খাদ্য সরবরাহের কার্যাদেশ পায় কিন্তু তিনি যশোর ঝুমঝুমপুর এলাকার মিজান নামে এক ব্যক্তির কাছ থেকে লভ্যাংশ নিয়ে তাকে খাবার সরবরাহের দায়িত্ব দিয়েছেন মিজানের বিরুদ্ধে বেশ কয়েকবার খাবার কম দেয়ার অভিযোগ উঠেছে

বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এনামুল হক বলেন, আমি বিষয়টি সম্পর্কে তেমন জানি না তবে হনুমানের খাদ্য বণ্টনে চার সদস্যের একটি কমিটি আছে ওই কমিটিই সব দেখভাল করে

উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর, রামচন্দ্রপুর, ব্রহ্মকাঠি, পাইলট স্কুল এলাকা, মধ্যকুল, হাসপাতাল এলাকা, ভোগতি, নরেন্দ্রপুর, বালিয়াডাঙ্গা, মণিরামপুরের মুজগুনি, বাঙালিপুর, দুর্গাপুর, ফকিররাস্তায় বর্তমানে ছয় শতাধিক কালোমুখো হনুমানের বসবাস সরেজমিন কেশবপুরের পৌর এলাকায় গিয়ে দেখা যায়, বাচ্চাসহ দলবেঁধে অবস্থান করছে বেশকিছু কালোমুখো হনুমান তীব্র খাদ্য সংকটের কারণে নিজেদের মধ্যেই তাদেরকে প্রতিযোগিতা করতে হচ্ছে মা হনুমান বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে

সময় পৌর এলাকার বাসিন্দা ব্যবসায়ী ইকবাল জাহিদ বলেন, খাবারের অন্বেষণে গিয়ে অনেক সময়ই হনুমানগুলো দলছুট হয়ে পড়ে বিভিন্ন এলাকায় গিয়ে হানা দেয় সবজিক্ষেত ফলের গাছে এতে বিরক্ত হয়ে অনে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন