শ্রীলংকায় পর্যটক আগমন বাড়ছে

শ্রীলংকায় চলতি বছরের নভেম্বরে গত বছরের তুলনায় পর্যটক আগমন কমেছে সাড়ে শতাংশ সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে পর্যটক এসেছে লাখ ৪৪ হাজার ২৩৯ জন ইস্টার সানডে বোমা হামলার পর মে মাসে পর্যটক আসা কমেছিল ৭০ শতাংশ সে পরিস্থিতি থেকে ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলংকার পর্যটন খাত দেশটির ট্যুরিজম প্রমোশন অফিস বলছে, নভেম্বর পর্যন্ত পর্যটক এসেছে ১৬ লাখ ৭২ হাজার, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক শতাংশ কম দেশটি আশা করছে, চলতি বছর ১৯ লাখ পর্যটক আসবে যদিও বছরের শুরুতে ২৫ লাখ পর্যটক আসবে বলে ধারণা করেছিল তারা ওই বোমা হামলার পর বিভিন্ন পশ্চিমা দেশ ভারত থেকে পর্যটক আসা কমেছে দেশটিতে পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন ছাড় দিয়েছে শ্রীলংকার পর্যটন খাত, ফলে মোট আয়ে টান পড়েছে তবে দেশটির জন্য সুখবর যে পর্যটকদের আনাগোনা ক্রমেই বাড়ছে সূত্র: ইকোনমিনেক্সট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন