নভেম্বরে ভারতের ভোক্তা আস্থা ছয় বছরের নিম্নে

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছরের নভেম্বরে ভারতের ভোক্তা আস্থা কমে ২০১৪ সালের পর সর্বনিম্নে দাঁড়িয়েছে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ভোক্তা আস্থা জরিপে তথ্য উঠে এসেছে খবর বিজনেস স্ট্যান্ডার্ড

আরবিআইয়ের জরিপ অনুসারে, সেপ্টেম্বরের ৮৯ দশমিক পয়েন্ট থেকে নভেম্বরে ভোক্তা আস্থা সূচক কমে ৮৫ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে উল্লেখ্য, সূচকটিতে ১০০ পয়েন্টের ওপরে ইতিবাচক ১০০ পয়েন্টের নিচে নেতিবাচক আস্থা ধরা হয় এছাড়া আরবিআইয়ের ভবিষ্যতের প্রত্যাশাসংশ্লিষ্ট সূচকও ১১৮ দশমিক শূন্য পয়েন্ট থেকে কমে ১১৪ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে

এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতিটির ক্রমাগত মন্থর হতে থাকা অর্থনীতি কর্মসংস্থান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ভোক্তা আস্থায় পতন দেখা গেল মূলত ভারতে ছায়া ব্যাংকিং খাতে বছরজুড়ে বিদ্যমান সংকট ঋণ পরিস্থিতি কঠোর করে তোলায় গৃহস্থালি ব্যয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলস্বরূপ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভোক্তা আস্থা ছয় বছরের সর্বনিম্নে পৌঁছেছে উল্লেখ্য, ভারতের অর্থনীতিতে ভোক্তা ব্যয়ের অবদান প্রায় ৬০ শতাংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন