আগামীকাল বিশাল জনসমাবেশের প্রস্তুতি হংকং আন্দোলনকারীদের

বণিক বার্তা ডেস্ক

 আগামীকাল গণতন্ত্রপন্থীদের পরিকল্পিত বিশাল সমাবেশের আগে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন হংকংয়ের পুলিশপ্রধান খবর রয়টার্স

সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট (সিএইচআরএফ) আয়োজিত ওই বিক্ষোভের অনুমতি দিয়েছে পুলিশ, যা গত কয়েক মাসের উত্তপ্ত পরিস্থিতিতে বিরল একটি ঘটনা গণতন্ত্রপন্থীদের বড় ওই সমাবেশের আগে নতুন পুলিশপ্রধান ক্রাইস ট্যাং বলেন, আমি আশা করব আমাদের জনগণ পুরো বিশ্বকে দেখিয়ে দেবে তারা অনেক বড় জনসমাবেশও সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পারে বেইজিংয়ে এক সৌজন্য সফরের আগে মন্তব্য করেন তিনি

বেইজিংয়ে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রোববারের বিক্ষোভের আগে হংকংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে

গত মাসে স্থানীয় নির্বাচনে বিশাল জয়ের পর গণতন্ত্রপন্থীদের প্রতি সমর্থন কেমন আছে তার পরিমাপক হিসেবে দেখা দেবে রোববারের জনসমাবেশটি সিএইচআরএফের সহআহ্বায়ক এরিক লাই বলেন, আমরা ক্যারি লামকে (হংকং সিইও) বলতে চাই, নির্বাচনের ফলাফলেই আন্দোলন শেষ হয়ে যায়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন