মূসক ফাঁকি ও নকল ব্যান্ডরোল ব্যবহার

রংপুরে কাস্টমস কর্তৃপক্ষের ৫৮ মামলা

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

 সরকারের রাজস্ব বাড়াতে এবং অসাধু বিড়ি ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ব্যাপক তত্পরতা শুরু করেছে রংপুর কাস্টমস কর্তৃপক্ষ লক্ষ্যে গত প্রায় চার মাসে মোট ৫৮টি মামলা হয়েছে এর মধ্যে মূসক ফাঁকির ৪৪টি এবং নকল ব্যান্ডরোল ব্যবহার, অন্য বিড়ির নকল ব্যান্ডরোলে তৈরি বিপণনের অভিযোগে ১৪টি মামলা করা হয়েছে একই সময় মূসক বাবদ আদায় হয়েছে ১৪ লাখ ৯১ হাজার ৩৭২ টাকা

কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট, রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, নকল ব্যান্ডরোল রাখা, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি এবং অন্য বিড়ির নকল ব্যান্ডরোলে প্রস্তুত বাজারজাত করার অপরাধে গত আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রংপুরে ১২টি নীলফামারী এবং দিনাজপুর জেলায় একটি করে সংশ্লিষ্ট থানায় মোট ১৪টি ফৌজদারি মামলা হয়েছে

রংপুর কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার ডা. শওকত আলী সাদী বলেন, মামলা দেয়ার উদ্দেশ্য রাজস্ব আদায় নয় বরং এর উদ্দেশ্য অসৎ ব্যবসায়ীদের শাস্তি দিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন