বিদায় ক্যামেরার সারথি

ফিচার প্রতিবেদক

প্রিয়জনদের কথায় মাহফুজুর রহমান খান...

দীর্ঘ পাঁচ দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান অনেকের সঙ্গেই তার ছিল আত্মিক সম্পর্ক যাদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন আবদুল লতিফ বাচ্চু; মূলত বাচ্চুর হাত ধরেই সিনেমাটোগ্রাফির জগতে তার পথচলা তার বন্ধুর তালিকায় রয়েছেন কবরী সুচন্দার মতো অভিনেত্রীরা গতকাল এফডিসিতে টকিজের মুখোমুখি হয়ে তারা বললেন তাদের প্রিয় মানুষ মাহফুজুর রহমান খানকে নিয়ে

দেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খানকে চোখের জলে বিদায় দিল তার প্রিয় প্রাঙ্গণ এফডিসি গতকাল বিকালে এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিবেশকসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা এর পর মাগরিবের নামাজের পর তাকে আজিমপুর গোরস্তানে দাফন করা হয় গত বৃহস্পতিবার রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মাহফুজুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে ২৫ নভেম্বর রাতে বাসায় খাবার খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন মাহফুজুর রহমান খান সময় খাবার তার খাদ্যনালির বাইরে চলে গেলে জ্ঞান হারান এরপর স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্ট দেয়া হয় যদিও পরে তার শারীরিক অবস্থা ক্রমে অবনতির দিকে চলে যায়

মাহফুজুর রহমান খান ১৯৪৯ সালের ১৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি পেশাদার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন স্বাধীনতা যুদ্ধের পরের বছর থেকে এরপর বিরতিহীনভাবে অসংখ্য ছবির সিনেমাটোগ্রাফি করেছেন; অর্জন করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সর্বাধিক সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খেতাব শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার হিসেবে তার ঝুলিতে রয়েছে ১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া আটবার বাচসাস পুরস্কার লাভ করেছেন তিনি কাজ করেছেন আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ূন আহমেদ শিবলী সাদিকের মতো নির্মাতাদের ছবিতে তিনি যেসব ছবির চিত্রগ্রহণ করেছেন, তার মধ্যে রয়েছে অভিযান, পোকা মাকড়ের ঘরবসতি, সহযাত্রী, হাজার বছর ধরে, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান দিশা ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মাণ করেছেন নীতিবান, সম্মান, দুর্নাম কারফিউ নামে চারটি ছবি তিনি অভিনয় করেছেন আবদুল্লাহ আল মামুনের জল্লাদের দরবার; আলমগীর কুমকুমের জন্মভূমি ছবিতে

আবদুল লতিফ বাচ্চু

সিনেমাটোগ্রাফার

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন