হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি হিলি

 দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পাইকারি খুচরা পর্যায়ে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা একদিন আগেও পাইকারিতে যে পেঁয়াজ ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, গতকাল তা ২১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে আর খুচরায় ২০০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকায় তবে চীনা পেঁয়াজ পাইকারিতে ১০০ খুচরায় ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর দেশীয় পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা খুচরা ব্যবসায়ী আব্দুর রহমান জানান, বাজার থেকে পেঁয়াজ কিনে গ্রামাঞ্চলের ছোট বাজারগুলোয় বিক্রি করেন তিনি কিন্তু বাজার যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাতে পেঁয়াজ কিনতে আর ভরসা পাচ্ছেন না

তিনি বলেন, গতকালও যে পেঁয়াজ ১৯০ টাকা কেজি দরে কিনেছি, তা আজ এসে দেখি ২১০ টাকা দাম এভাবে ওঠানামা করার কারণে অনেক সময় কেজিতে ২০-৫০ টাকা লোকসান দিতে হচ্ছে আবার কখনো বাজারে পেঁয়াজই পাওয়া যাচ্ছে না

হিলিতে পেঁয়াজের বাজার দৈনিকই ওঠানামা করছে দেশীয় পেঁয়াজের তেমন সরবরাহ না থাকায় আমদানীকৃত পেঁয়াজের ওপর চাপ বাড়ছে ফলে বাজারে স্থিতিশীলতা আসছে না উল্লেখ করে হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম জানান, ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ আসছে এটাই ভরসা ভারতেও পেঁয়াজের দাম এখন আকাশচুম্বী দেশী পাতা পেঁয়াজের সরবরাহও যথেষ্ট নয় কারণে পেঁয়াজের বাজার প্রতিদিনই ওঠানামা করছে পেঁয়াজের দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতারা যেমন বিপাকে পড়েছেন, আমরা ব্যবসায়ীরাও সুস্থিরভাবে ব্যবসা করতে পারছি না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন