গুগলে যোগ দিচ্ছেন মুস্তাফা সুলেইমান

বণিক বার্তা ডেস্ক

 গুগলে যোগ দিচ্ছেন আলোচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফার্ম ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ব্রিটিশ তরুণ উদ্যোক্তা মুস্তাফা সুুলেইমান স্বাস্থ্য খাতে ডিপমাইন্ডের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মুস্তাফা সুলেইমান টেকজগতে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন খবর বিবিসি সিএনএন

সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সুলেইমান ২০১০ সালে ডিপমাইন্ড প্রতিষ্ঠানে সরাসরি সম্পৃক্ত ছিলেন তার তত্ত্বাবধানে স্টিমস নামে একটি হেলথ অ্যাপ তৈরি করে ডিপমাইন্ড অ্যাপটি ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় অনুমতি ছাড়াই লাখো রোগীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে কারণে ডিপমাইন্ড মুস্তাফা সুলেইমান তীব্র সমালোচনার মুখে পড়েন

পরবর্তীতে ডিপমাইন্ড কিনে নেয় গুগল এবার ডিপমাইন্ড ছেড়ে সরাসরি গুগলে যোগ দিচ্ছেন ৩৫ বছর বয়সী ব্রিটিশ উদ্যোক্তা মুস্তাফা সুলেইমান ডিপমাইন্ডের আরেক প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস তথ্য নিশ্চিত করেছেন মুস্তাফা সুলেইমান গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কাজ করবেন তবে গুগলে তার পদ নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি

এক টুইট বার্তায় মুস্তাফা সুলেইমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুগলের মতো বড় প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়াটা বড় একটি অর্জন আশা করছি, আগামী দিনগুলোয় প্রযুক্তি জগতে নতুন কিছু সংযোজিত হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন