ঐক্যর দ্বিতীয় আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

 বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য অনলাইনে দেশের এবং বৈশ্বিক বাজারে বিক্রয়ের প্লাটফর্ম ঐক্য স্টোর, যা সম্প্রতি রাজধানীতে দ্বিতীয় আউটলেট উদ্বোধন করেছে।

ঐক্য বাংলাদেশের সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্য নিয়ে প্রথম অনলাইন মার্কেট www.oikko.com.bd গড়ে তুলেছে। যেখানে হাজার হাজার উদ্যোক্তার লাখ লাখ পণ্য ক্রয়ের সুবিধা রয়েছে। দেশের ৪৯২টি উপজেলায় ঐক্য গড়ে তুলছে ঐক্য স্টোর, যেখানে ৪৯২ জন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং সৃষ্টি করছে নতুন কর্মসংস্থান।

ঐক্য স্টোর কাজ করছে দেশের পণ্যই দেশের শক্তি স্লোগান সামনে রেখে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার হ্যাভেলি কমপ্লেক্সে ঐক্য স্টোরের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক শাহীন আনোয়ার ঐক্য সভাপতি (এসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন নতুন আউলেট ঐক্যর সক্ষমতা বৃদ্ধি করবে। ঐক্যের পরবর্তী শাখা সীমান্ত নগরী যশোরের বেনাপোলে উদ্বোধন করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন