ডিইপিজেডে শাশা ডেনিমসের কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

সাভারে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের কারখানায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকল বাহিনী দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

শাশা ডেনিমসের কোম্পানি সচিব আসলাম আহমেদ খান বণিক বার্তাকে বলেন, ‘আজ বিকালের দিকে ডিইপিজেডে অবস্থিত আমাদের কারখানার বর্ধিত অংশের সিলিংয়ে আগুন লেগেছিল। খবর পেয়ে তত্ক্ষণাৎ ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেছে। সামান্য কিছু কাপড় পুড়ে যাওয়া ছাড়া অগ্নিকাণ্ডে তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোম্পানির উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বণিক বার্তাকে জানান, ডিইপিজেডের শাশা ডেনিমসে বিকাল ৪টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

শাশা ডেনিমস মূলত সব ধরনের ডেনিমজাতীয় কাপড় উৎপাদন করে। সম্প্রতি তারা ৯৬ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৬০২ টাকায় ইতালীয় কোম্পানি বার্তো ইজি ইন্ডাস্ট্রিয়া তেসিলে এসআরএলের সিস্টার কনসার্ন ইওএস টেক্সটাইল মিলস লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে। ডিইপিজেডে শাশা ডেনিমসের কারখানার পাশেই ১২টি প্লটের ওপর ইওএস টেক্সটাইল মিলসের কারখানা অবস্থিত।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ হিসাব বছরের শাশা ডেনিমসের বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল ২ কোটি ১৬ লাখ গজ। এ সময়ে কোম্পানিটির সম্মিলিত রাজস্ব আয় হয়েছে ৭৫১ কোটি টাকা, যা আগের হিসাব বছরে ছিল ৬২৫ কোটি টাকা। ২০১৭-১৮ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৫ কোটি টাকা, যা আগের হিসাব বছরে ছিল ৫৯ কোটি টাকা।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা। ৩০ জুন সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৪৭ পয়সা। এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭১ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮৬ পয়সা।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমসের অনুমোদিত মূলধন ২২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৭ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ১২ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪২ দশমিক ২৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন