লক্ষ্মীপুরে ‘গোলাগুলি’তে দুই যুবক নিহত

বণিক বার্তা প্রতিনিধি লক্ষ্মীপুর

 লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত বুধবার গভীর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ

নিহতরা হলেন দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম

ঘটনায় গতকাল সন্ধ্যায় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তবে মামলায় জনকে আসামি করা হয়েছে, বিষয়ে কোনো তথ্য জানাননি চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় যায় পুলিশ সময় দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, চার রাউন্ড গুলি পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়

এদিকে নিহত শাহাদাতের বড় ভাই মো. শাহ আলম জানান, তার ভাই কোনো পদপদবিধারী ছিল না, শুধু বিএনপির একজন সমর্থক ছিল গত মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হলে কে বা কারা তাকে নিয়ে যায় এরপর থেকে শাহাদাত নিখোঁজ ছিল বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি গতকাল জানতে পারি গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করেছে

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের জেরে হত্যাকাণ্ড ঘটেছে ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন