‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে’

বণিক বার্তা অনলাইন

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, ‘বাংলা‌দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে। আর দল বাঁচা‌তে হ‌লে দলের ত্যাগী নেতা-কর্মী‌দের মূল্যায়ন করতে হবে।

আজ বৃহস্প‌তিবার দুপু‌রে সি‌লেট জেলা ও মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেল‌নের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা ব‌লেন। ওবায়দুল কাদের বলেন, দে‌শের উন্নয়ন অব্যাহত রাখ‌তে শেখ হা‌সিনা‌কে ক্ষমতায় রাখ‌তে হ‌বে। একইস‌ঙ্গে আওয়ামী লীগ‌কে নতুন ম‌ডে‌লে সাজা‌তে হ‌বে।

অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত আছেন আওয়ামী লী‌গের সভাপ‌তিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম না‌হিদ। প্রধান বক্তা হি‌সে‌বে র‌য়ে‌ছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হা‌নিফ। সভাপ‌তিত্ব কর‌ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড‌ভো‌কেট লুৎফুর রহমান।

২০১১ সা‌লে কেন্দ্র থে‌কে ক‌মি‌টি ঘোষণা হ‌লেও দীর্ঘ ১৪ বছর পর আজ সি‌লেট জেলা ও মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেলন হ‌চ্ছে। এজন্য জেলা ও মহানগ‌রের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী‌দের ম‌নোনয়ন জমা দি‌তে ব‌লে‌ছেন সি‌লেট বিভা‌গের দা‌য়িত্বপ্রাপ্ত সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হো‌সেন।  স‌স্মেলন যৌথভা‌বে প‌রিচালনা কর‌ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ‌ফিকুর রহমান চৌধুরী ও মহানগ‌রের সাধারণ সম্পাদক আসাদ উ‌দ্দিন আহমদ। দুপুর সা‌ড়ে ১২টায় স‌ম্মেলন শুরু হ‌লেও সকাল থে‌কেই স‌ম্মেলনস্থ‌লে শত শত মি‌ছিল নিয়ে নেতা-কর্মীরা উপ‌স্থিত হ‌তে থা‌কেন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিলেট জেলা ও সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা  করেন। এর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট না‌সির উ‌দ্দিন খানের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ‌সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মাসুক উ‌দ্দিন আহমদ ও অধ্যাপক জা‌কির হোসেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন