মার্কিন শুল্কারোপ আর্জেন্টিনার ইস্পাত উৎপাদন ব্যাহত করবে

চলতি বছর আর্জেন্টিনার ইস্পাত উৎপাদনে মন্দা ভাব বজায় রয়েছে। এর ওপর খাতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনা দেশটির ইস্পাত শিল্পে বাড়তি চাপ ফেলবে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। আর্জেন্টিনার স্টিল ইন্ডাস্ট্রি চেম্বার জানিয়েছে, এতে দেশটির ইস্পাত উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে এবং খাতে জড়িত কর্মসংস্থানের ক্ষতি করবে।

সম্প্রতি আর্জেন্টিনা ব্রাজিলের ইস্পাত অ্যালুমিনিয়ামের ওপর পুনরায় শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটিরঅন্যায্যনীতির কারণে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বছর আর্জেন্টিনা, ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশ বাদে বাকিদের ইস্পাতের ওপর ২৫ শতাংশ অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

            সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন